Zubeen Garg | রমরমিয়ে চলছে জুবিনের শেষ ছবি ‘রই রই বিনালে’, সিনেমা পাইরেসির অভিযোগে অসম থেকে গ্রেপ্তার ইউটিউবার
Thursday, November 13 2025, 3:41 pm
Key Highlightsওই ব্যক্তি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রফিকুল আর ব্লগ’-এ জুবিনের ‘রই রই বিনালে’র একাধিক দৃশ্য আপলোড করে ছড়িয়ে দিয়েছিলেন।
৩১ অক্টোবর অসমে মুক্তি পেয়েছে গায়ক জুবিন গর্গ অভিনীত শেষ ছবি ‘রই রই বিনালে’। ওপেনিং এর দিন থেকেই সেরাজ্যে রমরমিয়ে বিকোচ্ছে টিকিট। একাধিক বন্ধ প্রেক্ষাগৃহের দরজাও খুলেছে জুবিন ম্যাজিকে। এই আবহে সিনেমার ‘পাইরেটেড ভার্সন’ও দেদার বিকোচ্ছে। প্রথম দিন থেকেই পাইরেসি চক্রের মূল হোতাকে খুঁজছিল পুলিশ। অসমের পানবাজার থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। এবার সিনেমার দৃশ্য চুরি করার অভিযোগে সাইবার ক্রাইম দপ্তরের হাতে ধরা পড়লো এক ইউটিউবার। অভিযুক্তের নাম রফিকুল ইসলাম। নিজের চ্যানেলে ছবির দৃশ্য আপলোড করছিল রফিকুল।
- Related topics -
- বিনোদন
- জুবিন গর্গ
- গায়ক
- সিনেমাা
- অসম
- youtuber
- গ্রেফতার
- সাইবার ক্রাইম

