বাণিজ্য

Zomato | প্রায় ৮০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ! বকেয়া GST ও জরিমানা চাওয়া হলো Zomatoর থেকে

Zomato | প্রায় ৮০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ! বকেয়া GST ও জরিমানা চাওয়া হলো  Zomatoর থেকে
Key Highlights

অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোকে (Zomato) বকেয়া জিএসটি এবং জরিমানাবাবদ ৮০০ কোটি টাকারও বেশি মেটানোর নির্দেশ!

অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোকে (Zomato) বকেয়া জিএসটি এবং জরিমানাবাবদ ৮০০ কোটি টাকারও বেশি মেটানোর নির্দেশ! মহারাষ্ট্রের থানে কমিশনারেটের অন্তর্গত কমিশনার অফ সিজিএসটি অ্য়ান্ড সেন্ট্রাল এক্সাইজের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে বলে খবর। অভিযোগ, ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত জোমাটো কর্তৃপক্ষ তাদের পণ্য পরিষেবা কর বা জিএসটি মেটায়নি। তথ্য অনুযায়ী, জোমাটোর জিএসটি বাবদ বকেয়া রয়েছে ৪০১.৭ কোটি টাকা। তাদের উপর বকেয়া জিএসটিরই সমপরিমাণ জরিমানা ধার্য করা হয়েছে।