'হিন্দি জানতেই হবে', Zomato কর্মীর মন্তব্যে নিন্দার ঝড় গোটা দেশজুড়ে
Tuesday, October 19 2021, 9:32 am

তামিলনাডুর বাসিন্দা বিকাশ নামক এক ব্যক্তির টুইট ঘিরেই সরব হয়েছে গোটা নেটিদুনিয়া। বিকাশ জোম্যাটো থেকে কিছু খাবার অর্ডার করেছিলেন। অর্ডার ডেলিভারির সময় একটি খাবার না থাকায় তিনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। সেখান থেকে বিকাশকে জানানো হয়, 'ভারতীয় হিসেবে হিন্দি জানা বাধ্যতামূলক। যেহেতু হিন্দি জানা নেই, তাই আমি টাকা ফেরত পাব না।' এরপরেই সোশ্যাল মিডিয়ায় 'Reject Zomato' ট্রেন্ড হচ্ছে। এই পোস্টটি তামিলনাডুর শাসক দল DMK-র এক নেতাকে ট্যাগও করেন বিকাশ। ছবি সৌ : এই সময়
- Related topics -
- দেশ
- ভাষা
- তামিলনাড়ু
- সোশ্যাল মিডিয়া