Zhiying Zeng । অবসর গ্রহণ করেও কামব্যাক! প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন ৫৮ বছর বয়সি টেবিল টেনিস খেলোয়াড়!
Thursday, July 25 2024, 8:31 am
Key Highlights২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন ৫৮ বছর বয়সি খেলোয়াড় ঝিইং জেং।
২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন ৫৮ বছর বয়সি খেলোয়াড় ঝিইং জেং। একটা সময় চিনের টেবিল টেনিস অ্যাথলিট ছিলেন ঝিইং জেং। কিন্তু,পরে কোনও কারণবশত তিনি চিলিতে বসবাস করতে শুরু করেন। এবারের অলিম্পিক্সে চিলির হয়েই তিনি প্রতিনিধিত্ব করবেন। জানা গিয়েছে, অবসর গ্রহণ করার পর ক্রীড়াজগতে কামব্যাক করেছেন ৫৮ বছর বয়সি ঝিইং জেং। কোভিড অতিমারির সময় তিনি বাড়িতে একা একাই টেবিল টেনিসের অনুশীলন করতেন। এই ঘটনার পর খেলার প্রতি তাঁর উৎসাহ ফের বাড়তে শুরু করে।

