আন্তর্জাতিক

Modi-Zelensky | মোদিকে ফোন জ়েলেনস্কির! ইউক্রেনের প্রেসিডেন্টের গলায় শোনা গেলো ট্রাম্পের কথা!

Modi-Zelensky | মোদিকে ফোন জ়েলেনস্কির! ইউক্রেনের  প্রেসিডেন্টের গলায় শোনা গেলো ট্রাম্পের কথা!
Key Highlights

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির ফোন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির ফোন। তবে সেই ফোন এসেছিলো কিইভ নয় ,ওয়াশিংটন ডিসি থেকে। আর বাৰ্তালাপে জ়েলেনস্কির কণ্ঠে যেন শোনা গেলো ডোনাল্ড ট্রাম্পের সুর। সূত্রের খবর, নরম সুরে মোদিকে জ়েলেনস্কি বলেন, 'রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুন'। সেই সঙ্গে উঠে আসে ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথাও। টেলিফোনে কথা বলার পরে জ়েলেনস্কি জানিয়েছেন এই বিষয়ে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত তাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও জানান জ়েলেনস্কি।