Yuzvendra-Dhanasree | যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহর! আদালতের নির্দেশে আলাদা হয়ে গেলেন তারকা দম্পতি!
Thursday, March 20 2025, 10:13 am

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিলো আদালত।
ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিলো আদালত। বৃহস্পতিবার আদালতের নির্দেশে আলাদা হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। তারকা দম্পতির ডিভোর্সে সিলমোহর দিল মুম্বইয়ের পারিবারিক আদালত। চাহাল ও ধনশ্রী চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। উল্লেখ্য, একদিন আগেই বম্বে হাই কোর্ট পারিবারিক আদালতকে দ্রুত মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়। কারণ, ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে IPL, যেখানে পঞ্জাব কিংসের হয়ে খেলবেন চাহাল।