Adani-Bangladesh | বিদ্যুৎ কিনতে আদানির কাছেই ফিরলো ইউনুস! 'কোনও বাড়তি ছাড় নয়', বাংলাদেশকে সাফ জানালো আদানি!
Saturday, February 15 2025, 1:19 pm

শীতকাল কাটতেই বাংলাদেশ সরকার পুরো ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করার জন্য আবেদন জানিয়েছে আদানিকে।
বিদ্যুতের জন্য ইউনুস সরকারকে ফিরতে হল সেই আদানির কাছেই। সূত্রে খবর, শীতকাল কাটতেই বাংলাদেশ সরকার পুরো ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করার জন্য আবেদন জানিয়েছে আদানিকে। তবে গৌতম আদানির সংস্থা সাফ জানিয়েছে, এই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কোনও বাড়তি ছাড় বা সুবিধা পাবে না ঢাকা। সূত্রের খবর, ঢাকা অনুরোধ জানিয়েছিল যে, ভারতে যে কর ছাড় পায় আদানি সংস্থার থেকে, সেই সুবিধা এবং মূল্যছাড় যেন দেওয়া হয় বাংলাদেশকেও। কিন্তু বাংলাদেশের কর ছাড় সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আদানি
- মহাম্মদ ইউনূস
- মহম্মদ ইউনুস