Bangladesh | রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানকেও সরাতে চায় ইউনুস সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা?
বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা।
এক ঢিলে দুই পাখি মারতে চাইছে ইউনুস সরকার? বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। ইতিমধ্যে রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করবেন, নাকি সরকার উদ্যোগ নেবে, এই বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজনৈতিক মহলের অনেকেরই দাবি,চুপ্পুকে সরালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে সরানোর রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। তাঁর অপরাধ, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ১৮ মাসে বেঁধে দিয়েছেন। এতেই তাঁর উপর বেজায় চটে ইউনুস সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস