Jyoti Malhotra | পাকিস্তানের হয়ে 'চরবৃত্তি' করা নিয়ে কোনও অনুশোচনা নেই ইউটিউবার জ্যোতি মালহোত্রার : সূত্র
Tuesday, May 20 2025, 7:10 am

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা নিয়ে জ্যোতির মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি বলে দাবি তদন্তকারীদের।
পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তদন্তে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালীনও পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এমনকি সূত্রে খবর, এক ISI কর্তার সঙ্গে বালি ঘুরতেও গিয়েছিলেন জ্যোতি। ইতিমধ্যে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কিন্তু এতো কিছুর পরও পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা নিয়ে জ্যোতির মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি বলে দাবি তদন্তকারীদের। বরং জ্যোতির দাবি, তিনি তার ‘বাকস্বাধীনতার অধিকার’ প্রয়োগ করছেন মাত্র।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- youtuber
- সোশ্যাল মিডিয়া