একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে আসছে ইউটিউব এবং গুগল, শিশুদের জন্য আরও সুরক্ষিত হচ্ছে

Wednesday, August 18 2021, 4:31 pm
highlightKey Highlights

করোনা পরিস্থিতির জেরে এখন শিশুদের বেশির ভাগ সময়ই কাটছে অনলাইনে। তবে ইন্টারনেটে এমন কিছু কনটেন্টও থাকে যা শিশুদের পক্ষে দেখা অনুচিত। তাই সোশ্যাল মিডিয়া থেকে শিশুদের সুরক্ষিত রাখাই এখন অভিভাবকদের চিন্তার অন্যতম কারণ। এবার শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এল Youtube এবং Google। ১৩ বছরের কম বয়সীরা সাধারণ অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। SafeSearch নামে Google এর একটি ফিচার রয়েছে যা কিছু দিনের মধ্যেই ১৮ বছরের কম বয়সী সব গ্রাহকের অ্যাকাউন্ট এ এনাবলড্ হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File