Howrah Station । হাওড়া স্টেশনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লো যুবক, পুড়ে গেলো দেহ
হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিনের মাথায় আচমকা উঠে পড়ল যুবক। ২৫ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে।
শুক্রবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যশবন্তপুর এক্সপ্রেস। রাত ১টা নাগাদ হঠাৎ ইঞ্জিনের উপর উঠে পড়েন এক ব্যক্তি। ২৫ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় যুবকের শরীরে। খবর পেয়েই ঘটনাস্থলে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ছুটে এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সূত্রের খবর, ওই যুবকের নাম শম্ভু কুমার যাদব(৩৭)। সে ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। কেন তিনি ইঞ্জিনের মাথায় উঠেছিলেন তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।