খেলাধুলা

Yusuf Dikec | পকেটে হাত দিয়ে তাক করে বন্দুক, স্টাইলের ট্রেডমার্কের জন্য আবেদন করলেন প্যারিস অলিম্পিক্স খ্যাত ইউসুফ ডিকেচ

Yusuf Dikec | পকেটে হাত দিয়ে তাক করে বন্দুক, স্টাইলের ট্রেডমার্কের জন্য আবেদন করলেন প্যারিস অলিম্পিক্স খ্যাত ইউসুফ ডিকেচ
Key Highlights

প্যারিস অলিম্পিক্স থেকে ভাইরাল হয়ে ওঠেন তুরষ্কের শুটার ইউসুফ ডিকেচ।

প্যারিস অলিম্পিক্স থেকে ভাইরাল হয়ে ওঠেন তুরষ্কের শুটার ইউসুফ ডিকেচ। পকেটে এক হাত দিয়ে একটি চশমা পরে যেভাবে তিনি শুটিং করে ইভেন্টে রুপো জিতেছেন,সেই স্টাইল মুহূর্তের মধ্যে সোশ্যাল মাধ্যমে ছেয়ে যায়। এবার সেই স্টাইলের ট্রেডমার্ক করতে আবেদন করলেন ইউসুফ। তাঁর কোচ এরডিনচ বিলগিলি বলেন, ‘আমরা জানতে পেরেছি ওর পোজ়ের অনেক ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা আছে। এগুলো করা হয়েছে ইউসুফ ডিকেচকে না জানিয়ে।’ ফলে ইউসুফ ডিকেচ ট্রেডমার্ক না পাওয়ায় তিনি আইনি পথে হাঁটতে পারেন।