Salt Lake Accident | বেপরোয়া গতির 'বলি' খুদে স্কুল পড়ুয়া! সল্টলেকে বাসের রেষারেষির জেরে প্রাণ গেল পড়ুয়ার

Tuesday, November 12 2024, 9:51 am
Salt Lake Accident | বেপরোয়া গতির 'বলি' খুদে স্কুল পড়ুয়া! সল্টলেকে বাসের রেষারেষির জেরে প্রাণ গেল পড়ুয়ার
highlightKey Highlights

বেসরকারি ২১৫ A রুটের দুটি বাসের মধ্যে রেষারেষির চলছিল। উল্টোডাঙা সল্টলেকের প্রবেশের দুনম্বর গেটের কাছে সেই বাসের রেষারেষির জেরে একটি বাস ধাক্কা মারে স্কুটিতে।


ফের বাসের রেষারেষির জেরে প্রাণ গেলো খুদে শিশুর! জানা গিয়েছে, বেসরকারি ২১৫ A রুটের দুটি বাসের মধ্যে রেষারেষির চলছিল। এদিকে সিএ ব্লকের একটি বেসরকারি স্কুলের ছুটির পর দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। উল্টোডাঙা সল্টলেকের প্রবেশের দুনম্বর গেটের কাছে সেই বাসের রেষারেষির জেরে একটি বাস ধাক্কা মারে স্কুটিতে। গুরুতর জখম হন তিনজন। তাদের হাসপাতালে নিয়ে গেলে এক খুদে পড়ুয়ার অবস্থার অবনতি ঘটে এবং পরে মৃত্যু হয় তার। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File