Newtown | লিভ ইন পার্টনারের শ্লীলতাহানির প্রতিবাদ করায় পিটিয়ে খুন যুবক! হাড়হিম করা ঘটনা নিউটাউনে!
Thursday, April 24 2025, 8:04 am

লিভ ইন পার্টনারের শ্লীলতাহানির প্রতিবাদ করায় নিউটাউনের গৌরাঙ্গনগরে পিটিয়ে খুন করা হলো যুবককে!
লিভ ইন পার্টনারের শ্লীলতাহানির প্রতিবাদ করায় নিউটাউনের গৌরাঙ্গনগরে পিটিয়ে খুন করা হলো যুবককে! পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মৃত যুবক সঙ্কেত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর লিভ ইন পার্টনার,বান্ধবীর সঙ্গে কোনও এক বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হয়। যার ফলে ওই যুবতী গভীর রাতে ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। সে সময়ে কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে ও শ্লীলতাহানি করে। সঙ্কেত প্রতিবাদ করায় অভিযুক্তরা বাঁশ দিয়ে তাঁকে মারধর করে। সঙ্কেতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলেও পরের দিন সকালে মৃত্যু হয় তার।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- ক্রাইম
- খুন
- শ্লীলতাহানি