Karnataka Lynched | ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়ায় যুবককে পিটিয়ে খুন! কর্নাটকের ঘটনায় গ্রেপ্তার ১৫!
Tuesday, April 29 2025, 12:53 pm

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়ার অভিযোগে কর্নাটকের বেঙ্গালুরুতে পিটিয়ে খুন যুবক!
‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়ার অভিযোগে কর্নাটকের বেঙ্গালুরুতে পিটিয়ে খুন যুবক! সূত্রে খবর, কুরুপুতে ২৭ এপ্রিল স্থানীয়দের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেই সময় ওই যুবক ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই আবহে পাকিস্তানের হয়ে স্লোগান দেওয়ায় ওই যুবকের সঙ্গে অশান্তি সৃষ্টি হয়, যা মুহূর্তে গণপিটুনির আকার নেয়। এরপর বিকেলে আক্রান্তের দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে এই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।