শহর কলকাতা

Rabindra Sarovar | রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলো যুবক! উদ্ধার মৃতদেহ!

Rabindra Sarovar | রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে তলিয়ে গেলো যুবক! উদ্ধার মৃতদেহ!
Key Highlights

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে শীবম সহ তার দুই বন্ধু স্নান করতে আসে রবীন্দ্র সরোবরে।

রবিবার সাতসকালে স্নান করতে নেমে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেলো যুবক। মৃত কিশোরের নাম শীবম শাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে শীবম সহ তার দুই বন্ধু স্নান করতে আসে রবীন্দ্র সরোবরে। তারা সাঁতার জানে কি না সিকিউরিটি জিজ্ঞেস করতে ওই যুবকরা জানায়, তারা সাঁতার কাটতে পারে। কিন্তু জলে নামার কিছুক্ষণ পরেই শীবমের দুই বন্ধু এসে সিকিউরিটিদের জানায় শীবম জলে ডুবে গিয়েছে। এরপর পুলিশ এসে শিবমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় সরোবরের নিরাপত্তা ও প্রশিক্ষকদেরর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।