Kolkata Metro | শিয়ালদহ থেকে হাওড়া যাওয়া যাবে মাত্র ১১ মিনিটে! ফের নয়া নজির গড়বে কলকাতা মেট্রো
Tuesday, January 14 2025, 4:14 pm
Key Highlights
লক্ষ্য দেশের দুই অতি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে পরিবহণের সময় মাত্র ১১মিনিট করা!
গঙ্গার নীচে পাতাল রেলের পরিষেবা প্রদান করে ভারতে নজির গড়েছে কলকাতা মেট্রো। এবার লক্ষ্য দেশের দুই অতি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে পরিবহণের সময় মাত্র ১১মিনিট করা! আর কয়েকদিন পরেই শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন মেট্রোতে যাওয়া যাবে ১১ মিনিটে। এই নতুন করিডরে অত্যাধুনিক CBTC সিস্টেম রাখা হচ্ছে। মেট্রো সূত্রে খবর ফেব্রুয়ারি থেকে এই সিগন্যালিং নিয়েই শেষ মুহূর্তের কাজ হবে বলে। মূলত এই কাজের জন্যই গ্রিন লাইনে টানা দেড় মাস পুরোপুরি মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ