South Korea | হঠাৎ জারি করেছিলেন সামরিক আইন, এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত ইউন সুক ইয়ল
গত সপ্তাহেই হঠাৎ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল।
গত সপ্তাহেই হঠাৎ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার হুমকিকে প্রতিহত করতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হলেন তিনি। জানা গিয়েছে, আইন প্রণেতাদের ভোটে অপসারণ করা হয়েছে তাঁকে। ৩০০ আইন প্রণেতার মধ্যে ২০৪ জন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অপসারণ চেয়ে ভোট দিয়েছেন। তিন জন আইন প্রণেতা ভোটদান করা থেকে বিরত ছিলেন। আটটি ভোট বাতিল করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়া
- রাজনীতি
- রাজনৈতিক