Yemen | হাউথির প্রধানমন্ত্রী মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ড্রোন হামলা ইয়েমেনের!
Sunday, September 7 2025, 3:25 pm
Key Highlightsহাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে এবার ইজরায়েলে ড্রোন হামলা ইয়েমেনের।
আগস্টের শেষের দিকে হাউথি নিয়ন্ত্রণাধীন সানায় বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল সেনা। সেই হামলায় মৃত্যু হয় সানার হাউথি প্রধানমন্ত্রী আল রাহাবির। মৃত্যু হয় একাধিক মন্ত্রীরও। এরপরই হাউথি প্রধানমন্ত্রীর মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ড্রোন হামলা করলো ইয়েমেনের। সূত্রের খবর, রবিবার হাউথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও ইজরায়েল জানিয়েছে, "রবিবার ইজরায়েল সীমান্তের দিকে আসা ৩টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন ইজরায়েল সীমান্তে ঢোকার পর ধ্বংস করা হয়েছে।"
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ড্রোন হামলা
- হামলা
- আহত
- নিহত

