আন্তর্জাতিক

Yemen | ইয়েমেনে ১৫৪ জন অভিবাসীকে নিয়ে ডুবলো নৌকা! মৃত্যু ৬৮ জনের! নিখোঁজ আরও ৭৮ জন!

Yemen | ইয়েমেনে ১৫৪ জন অভিবাসীকে নিয়ে ডুবলো নৌকা! মৃত্যু ৬৮ জনের! নিখোঁজ আরও ৭৮ জন!
Key Highlights

ইয়েমেনে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃত্যু ৬৮ জনের! নিখোঁজ আরও ৭৮ জন।

ইয়েমেনে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃত্যু ৬৮ জনের! নিখোঁজ আরও ৭৮ জন। রবিবার ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে ১৫৪ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। পরবর্তীকালে রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা (IOM) দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানায়, নৌকাডুবির ঘটনায় ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। ৭৪ জন এখনও নিখোঁজ। এদিকে ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন স্বাস্থ্য কর্তা আব্দুল কাদির বাজামিল জানান, এখনও পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।