খেলাধুলা

Yash Dayal | বিপাকে যশ দয়াল, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে RCB পেসারের বিরুদ্ধে

Yash Dayal | বিপাকে যশ দয়াল, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে RCB পেসারের বিরুদ্ধে
Key Highlights

এক নাবালিকাকে ধর্ষণের এফআইআর হয়েছে আইপিএলে প্রথম ট্রফি জেতা আরসিবির পেসার যশ দয়ালের বিরুদ্ধে।

পদপিষ্টের ঘটনার জের এখনও চলছে। এবার RCB পেসার যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলো। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জয়পুরে পকসো আইনে এফআইআর হয়েছে বাঁ হাতি পেসার যশের নামে। তরুণীর অভিযোগ, তাঁর বছর ১৭ বয়স থেকে ক্রিকেট কেরিয়ার গড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাঁকে ধর্ষণ করেছেন যশ। টানা ২ বছর এমনটা চলেছে জানিয়ে জয়পুরের সাঙ্গোনর থানায় অভিযোগ দায়ের করেছে তরুণী। উল্লেখ্য, এর আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।