বিজ্ঞান ও প্রযুক্তিশিয়াওমি খুব শীঘ্রই স্মার্টফোন চার্জের জন্য অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে আসতে চলেছে
সম্প্রতি গিজ-চায়নার রিপোর্ট অনুযায়ী, ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড অর্থাৎ Xiaomi স্টেট এজেন্সি চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন চার্জিং প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করেছে। 'সাউন্ড কালেকশন ডিভাইস বা এনার্জি কনভার্সন ডিভাইস' এবং 'পাওয়ার কনভার্সন ডিভাইস'- এই দুটি উপাদানের উপরে সাউন্ড চার্জিং টেকনোলজি কাজ করবে বলেই জানানো হয়েছে উক্ত রিপোর্টে। যদি Xiaomi এই প্রযুক্তির বাস্তব রূপ দিতে পারে, তাহলে স্মার্টফোন চার্জ করার জন্য কোনও চার্জিং কেবেল বা চার্জিং ট্যাবের প্রয়োজন হবে না।