১০ মার্চ লেটেস্ট ফিচার সহ লঞ্চ হচ্ছে Xiaomi Mi 10s স্মার্টফোন
Wednesday, March 10 2021, 6:36 am

Xiaomi তাদের Mi 10 সিরিজে আজ নতুন স্মার্টফোন Mi 10s লঞ্চ করতে চলেছে। আপাতত এই ফোন চিনে লঞ্চ করা হবে। ভারতীয় সময় অনুসারে দুপুর দুটো নাগাদ এই ফোন লঞ্চ করা হবে। কোম্পানি সূত্রে খবর, এই ফোনে থাকতে পারে জোরাল স্ন্যাপড্রাগন 870 প্রোসেসর। এতে এই স্মার্টফোনের পারফরম্যান্স আরও ভালো হবে।এই ফোনের ডিজাইন Mi 10 Ultra-র মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোন সম্পর্কে যে তথ্য বেরিয়ে এসেছে, তা অনুসারে, এর কিছু স্পেসিফিকেশন Mi 10 5G-র মতো হতে পারে। ফোনে থাকতে পারে 6.67 ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেস রেট 90Hz।
- Related topics -
- টেকনোলজি
- স্মার্ট ফোন
- অফিসিয়ালি লঞ্চ