Xi Jinping | গদি টলোমলো শি জিনপিং-এর! অবসর নিচ্ছেন চীনের সর্বময় কর্তা? জল্পনা তুঙ্গে
Sunday, July 6 2025, 3:57 pm
Key Highlightsআন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, চিনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা তথা প্রেসিডেন্টকে ২০২৭ সালের পরই অবসরে পাঠানো হতে পারে।
৩০ জুন চিনে কমিউনিস্ট পার্টির ২৪ সদস্যের পলিটব্যুরোর বৈঠকে প্রেসিডেন্টের রাশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই জল্পনা, অবসরে যাচ্ছেন চিনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা তথা প্রেসিডেন্ট শি জিনপিং। গত ১৩ বছর ধরে চীনের সর্বময় কর্তা প্রেসিডেন্ট শি জিনপিং। গত ২১ মে থেকে ৫ জুন জিনপিংকে জনসমক্ষে দেখা যায়নি। সূত্রের খবর, ইতিমধ্যেই জিনপিং কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এজেন্সিগুলির কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করেছেন। ২০২৭ সালে তাঁর তৃতীয় মেয়াদ শেষ হওয়ার কথা। তারপরেই অবসরে যেতে পারেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- জিংপিং
- চীন
- চিন
- অবসর

