Elon Musk | ব্রাজিলে প্ল্যাটফর্ম X ব্লক করতে রাজি ইলন মাস্ক মালিকানাধীন স্টারলিংক, কিন্তু চলছে বাকযুদ্ধ
Wednesday, September 4 2024, 12:47 pm
Key Highlightsস্টারলিংক (Starlink) দেশে X প্ল্যাটফর্ম ব্লক করার জন্য ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে সম্মত হয়েছে।
ব্রাজিলে নিষিদ্ধ হয়েছে ইলন মাস্ক মালিকানাধীন এক্স (X)। সূত্রের খবর,মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিংক (Starlink) দেশে X প্ল্যাটফর্ম ব্লক করার জন্য ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে সম্মত হয়েছে।মনে করা হচ্ছে, আদালতের আদেশ অমান্য করার ফলে টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক আনাটেল ব্রাজিলে স্টারলিংকের ২৩টি গ্রাউন্ড স্টেশন থেকে সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X ব্লক করতে অস্বীকৃতি জানালে ইলন মাস্ক এবং বিচারপতি ডি মোরেসের মধ্যে কার্যত দ্বন্দ্ব শুরু হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রাজিল
- ইলন মাস্ক
- সোশ্যাল মিডিয়া

