X Account | রয়টার্স-সহ ২ হাজার ৩৫৫টি X অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয় মোদি সরকার? মাস্কের বক্তব্যের পরই মুখ খুললো কেন্দ্র!
Tuesday, July 8 2025, 5:58 pm
Key Highlightsকেন্দ্রের এক মুখপাত্র বলেন, ‘ভারতের তরফে এরকম কোনও নির্দেশই দেওয়া হয়নি। রয়টার্স কেন, আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমেরই এক্স হ্যান্ডেল বন্ধ করার ইচ্ছা নয়াদিল্লির নেই।
এক্স হ্যান্ডেলকে আইটি আইনের ধারা ৬৯ ক এর অধীনে রয়টার্স সহ ভারতের ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয় মোদি সরকার, মঙ্গলবার বিবৃতি দিয়ে এমনটাই জানায় ইলন মাস্কের সংস্থা। এরপরই কেন্দ্রের এক মুখপাত্র বলেন, ‘ভারতের তরফে এরকম কোনও নির্দেশই দেওয়া হয়নি। রয়টার্স কেন, আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমেরই এক্স হ্যান্ডেল বন্ধ করার ইচ্ছা নয়াদিল্লির নেই।’ তিনি আরও বলেন, “রবিবার যখন দেখা যায় ভারতে রয়টার্সের এক্স হ্যান্ডেল খুলছে না, তখনই মাস্কের সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। পুনরায় সেটি আনব্লকের নির্দেশও দেওয়া হয়।”
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- ইলন মাস্ক
- সোশ্যাল মিডিয়া

