Vinesh Phogat and Bajrang । কংগ্রেসে যোগ কুস্তিগির ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার, লড়বেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে
বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন।
কুস্তির ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে ভারতের দুই কুস্তিগির ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া! বুধবার কংগ্রেসে যোগ দিলেন ভারতের কুস্তিগীর। নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তাঁরা এদিন দেখা করেন। পরের মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দু’জনেই প্রার্থী হচ্ছেন বলে খবর। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি মঙ্গলবার পর্যন্ত ৯০টির মধ্যে ৬৬টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। উল্লেখ্য, হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনে ভোট হবে আগামী ৫অক্টোবর এবং ৮ অক্টোবর ভোট গণনা হবে।