WPL 2026 | আজ থেকেই বসছে WPL-এর আসর, প্রথম দিনেই মুখোমুখি হরমনপ্রীত-স্মৃতি
Friday, January 9 2026, 4:34 am

Key Highlightsঐতিহাসিক বিশ্বজয়ের মাঠ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ ডব্লিউপিএল।
আজ থেকেই ঐতিহাসিক বিশ্বজয়ের মাঠ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ ডব্লিউপিএল। পাঁচ টিমের ডব্লিউপিএলে এ বার হবে মোট ২২টি ম্যাচ। প্রথম ১১টি ম্যাচ হবে ডিওয়াই পাটিলে, এলিমিনেটর ও ফাইনাল সহ পরের ১১টি ম্যাচ হবে বরোদায়। প্রথম দিনই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মান্ধানা বনাম হরমনপ্রীত সিংয়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীরা। নয়া মরশুম নিয়ে উচ্ছসিত বিশ্বজয়ী জেমিমারা।
- Related topics -
- খেলাধুলা
- হরমনপ্রীত কউর
- স্মৃতি মান্ধানা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- মহিলা ক্রিকেটার
- ওমেন্স প্রিমিয়ার লীগ
- wpl


