WPL 2026 | আজ থেকেই বসছে WPL-এর আসর, প্রথম দিনেই মুখোমুখি হরমনপ্রীত-স্মৃতি

Friday, January 9 2026, 4:34 am
WPL 2026 | আজ থেকেই বসছে WPL-এর আসর, প্রথম দিনেই মুখোমুখি হরমনপ্রীত-স্মৃতি
highlightKey Highlights

ঐতিহাসিক বিশ্বজয়ের মাঠ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ ডব্লিউপিএল।


আজ থেকেই ঐতিহাসিক বিশ্বজয়ের মাঠ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ ডব্লিউপিএল। পাঁচ টিমের ডব্লিউপিএলে এ বার হবে মোট ২২টি ম্যাচ। প্রথম ১১টি ম্যাচ হবে ডিওয়াই পাটিলে, এলিমিনেটর ও ফাইনাল সহ পরের ১১টি ম্যাচ হবে বরোদায়। প্রথম দিনই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মান্ধানা বনাম হরমনপ্রীত সিংয়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীরা। নয়া মরশুম নিয়ে উচ্ছসিত বিশ্বজয়ী জেমিমারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File