Ron Draper | ১০০র দোরগোড়ায় পৌঁছে প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার
Saturday, March 1 2025, 4:51 am
Key Highlightsচলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় কেবেরহায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রন।
চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় কেবেরহায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর জামাই নিল টমসন রনের মৃত্যুর খবর জানিয়েছেন। ১৯৫০ সালে প্রোটিয়াদের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন রন। ওটাই ছিল জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম এবং শেষ সিরিজ। ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। গড় ছিল একচল্লিশের উপর। তাঁর মৃত্যুতে শোকাহত ক্রিকেটমহল।
- Related topics -
- খেলাধুলা
- প্রবীণ নাগরিক
- দক্ষিণ আফ্রিকা
- টেস্ট ম্যাচ
- ক্রিকেট
- ক্রিকেটার
- ক্রিকেট বিশ্বকাপ
- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
- মৃত্যু
- প্রয়াত

