আন্তর্জাতিক

বিশ্বের ‘প্রাচীনতম’ মন্দির! তুরস্কের এই ঐতিহাসিক মন্দিরটির বয়স প্রায় ১৩০০০ বছর।

বিশ্বের ‘প্রাচীনতম’ মন্দির! তুরস্কের এই ঐতিহাসিক মন্দিরটির বয়স প্রায় ১৩০০০ বছর।
Key Highlights

১৯৯৬ সালে জার্মানির পুরাতত্ত্ব বিভাগ তুরস্কে খননকার্য চালিয়ে খুঁজে পেল একটি সৌধ। যদিও সম্পূর্ণ মন্দিরের খুব সামান্য অংশই খুঁড়ে বের করা হয়েছে, তবে তার মধ্যেই পাওয়া গিয়েছে অন্তত ২০০টি পিলার এবং ২০টি বৃত্তাকৃতি অঞ্চল।এই আশ্চর্য কাঠামোই গবেষকদের অবাক করেছে সবচেয়ে বেশি। এই মন্দির যখন তৈরি হয়, তখন মানুষ নতুন প্রস্তরযুগে পা দিয়েছে। কৃষিকাজের পদ্ধতি তখনও শেখেনি, তাই মন্দিরের সর্বাংশে ছড়িয়ে আছে শিকারী জীবনের নানা চিহ্ন। গবেষকদের ধারণা, প্রায় ৬ মিটার উঁচু পিলারগুলির নিচে আছে একেকটি সমাধি। আর পিলারের গায়ে খোদাই অসংখ্য ছবি সেগুলো কোনো সাংকেতিক ভাষাও হতে পারে। তবে অত প্রাচীন যুগে ভাষার বিকাশের কথা এখনই স্বীকার করতে চাইছেননা গবেষকরা।