আন্তর্জাতিক

Worlds 1st Gold ATM | সোনা গলিয়ে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ দেবে ATM! সাংহাইয়ে বসলো বিশ্বের প্রথম ‘গোল্ড ATM’!

Worlds 1st Gold ATM | সোনা গলিয়ে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ দেবে ATM! সাংহাইয়ে বসলো বিশ্বের প্রথম ‘গোল্ড ATM’!
Key Highlights

চিনের কিংহুড গ্রুপ নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে বসিয়েছে অভিনব এই ‘গোল্ড ATM’ মেশিন।

বিশ্বের প্রথম সোনার ATM চালু হলো চিনের সাংহাইয়ে। জানা গিয়েছে, চিনের কিংহুড গ্রুপ নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে বসিয়েছে অভিনব এই ‘গোল্ড ATM’ মেশিন। যেখানে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির মেশিন সেটি গলিয়ে, ওজন করে, শুদ্ধতা বিচার করে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করছে ব্যাঙ্কে। প্রসঙ্গত, সোনা ক্রয়ের জন্য সম্প্রতি কর্নাটকে ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র উদ্যোগে বসানো হয়েছে সোনার ATM। এই ‘TMCC গোল্ডসিক্কা’ থেকে গ্রাহকরা ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন কিনতে পারবেন।