Mahakumbh Traffic | ‘বিশ্বের সবচেয়ে বড়’ যানজট! মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্সও!

Monday, February 10 2025, 9:43 am
highlightKey Highlights

বিশ্ব রেকর্ড গড়লো মহাকুম্ভ! সোমবার মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়।


বিশ্ব রেকর্ড গড়লো মহাকুম্ভ! না না, পুণ্যস্নান বা ভিড় নিয়ে নয়, ‘বিশ্বের সবচেয়ে বড়’ যানজট নিয়ে! লক্ষ লক্ষ পুণ্যার্থী নতুন করে কুম্ভের উদ্দেশে ট্রেন, বাস,বিমানে চেপে প্রয়াগরাজে হাজির হচ্ছেন। যার ফলে বাড়ছে যানজটও। সোমবার মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়। ব্যবস্থাপনার ত্রুটির জেরে ‘বিশ্বের সবচেয়ে বড়’ যানজটে পড়েন পুণ্য়ার্থীরা। লম্বা লাইনে ছোট, বড় যাত্রিবাহী গাড়ির পাশাপাশি অ্যাম্বুল্যান্সও। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অনেকেই বাধ্য হয় ঘরমুখো হন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File