দেশ

Imphal | ইম্ফল থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হ্যান্ড গ্রেনেড, গুলির খোল-সহ আরও অস্ত্রশস্ত্র!

Imphal | ইম্ফল থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হ্যান্ড গ্রেনেড, গুলির খোল-সহ আরও অস্ত্রশস্ত্র!
Key Highlights

মাটির ৪ ফুট নিচ থেকে উদ্ধার হয় মরচে ধরা গুলির খোল, একটি হ্যান্ড গ্রেনেড, জলের বোতল, কোদাল, টিনের ক্যান এবং আরও কিছু সামরিক সরঞ্জাম।

১৯৪৪ সালে জাপানের সঙ্গে হাত মিলিয়ে মণিপুরের ইম্ফলে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ। এবার সেখান থেকেই উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অস্ত্রশস্ত্র! পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইম্ফলের লাংথাবালে নির্মাণকাজের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। সেই সময়ে মাটির ৪ ফুট নিচ থেকে উদ্ধার হয় মরচে ধরা গুলির খোল, একটি হ্যান্ড গ্রেনেড, জলের বোতল, কোদাল, টিনের ক্যান এবং আরও কিছু সামরিক সরঞ্জাম। ইতিমধ্যে সেগুলি মণিপুরের প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।