আদিবাসী নৃত্যে ধামসা মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Monday, August 9 2021, 1:34 pm
Key Highlightsবিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনুষ্ঠানের শুভারম্ভ করেন তিনি এবং এদিন অন্য এক রূপেও ধরা দিলেন মুখ্যমন্ত্রী। আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের ঐতিহ্যবাহী 'পাঞ্চি' শাড়ি পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় আদিবাসী সমাজ। সেই শাড়ি পরেই প্রথমে আদিবাসী নৃত্যের তালে পা মেলান তারপর মন দিয়ে শোনেন তাঁদের গান। শুধু তাই নয় ধামসার কাঠি হাতে তুলে নিয়ে নিজেই বাজান ধামসা।
- Related topics -
- রাজ্য
- ঝাড়গ্রাম
- বিশ্ব আদিবাসী দিবস
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী

