কোভিড ভয়াবহতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগেই ইংল্যান্ড পাড়ি দিতে পারে ভারতীয় ক্রিকেটাররা
Tuesday, May 11 2021, 8:29 am
Key Highlightsজুনের প্রথম সপ্তাহে অর্থাৎ আইপিএল শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোহলিদের ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল। ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা ফাইনাল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিজস্ব বিমানে মে মাসেই ইংল্যান্ড যেতে পারে ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ড প্রশাসন ভারতীয় বিমানকে লাল তালিকায় রেখেছে। এই বিষয়ে বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড সরকারের সঙ্গে কথা বলা শুরু করেছে। সেখানে গিয়ে কোহলিরা যেমন ১৪ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন; তেমনই সেই সময় যাতে ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করতে পারেন সেই বিষয়েও কথা চলছে।
- Related topics -
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- বিসিসিআই

