নতুন সরকার ঘোষণা করার পর তালিবানরা জানায় তাঁদের প্রধান লক্ষ্য দেশে শরিয়তি আইন প্রতিষ্ঠা করা

Wednesday, September 15 2021, 5:09 pm
highlightKey Highlights

আফগানিস্তানে তালিবান নতুন সরকার ঘোষণা করার পরেই তালিবান প্রধান হিবাতুল্লা আখুন্দজাদা জানিয়ে দিলেন, তাঁদের প্রধান লক্ষ্য হল দেশে শরিয়তি আইন প্রতিষ্ঠা করা। আখুন্দজাদা একটি বিবৃতি জারি করে বলেন, ‘আমাদের ২০ বছরের সংগ্রামের প্রধান দু’টি লক্ষ্য ছিল। প্রথমত, আফগানিস্তান থেকে বিদেশি দখল সরিয়ে এক স্বাধীন দেশ হিসাবে একে প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, দেশে স্থায়ী ইসলামি শাসন প্রতিষ্ঠা। এই নীতি মেনেই সরকার চলবে। সব সিদ্ধান্ত শরিয়তি আইন মেনেই নেওয়া হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File