তালিবান গ্রিন সিগন্যাল দিল চীনকে, ‘ওদের সম্মান করুন এখনই চাপ দেবেন না’ পাল্টা দাবি বেজিং এর

Friday, August 20 2021, 12:47 pm
highlightKey Highlights

তালিবানরা আপাতত চিনেই ভরসা রাখছে। শুক্রবার একটি বিবৃতি জারি করে তালিবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের উন্নতি সাধনের জন্য যদি চিন এগিয়ে আসতে চায়, তবে তালিবান তাদের স্বাগত জানাবে। এই বিবৃতি জারির কয়েক ঘণ্টার মধ্যেই অদ্ভুত ভাবে চিনের তরফেও তালিবান সংক্রান্ত একটি মন্তব্য পেশ করা হয়। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ব্রিটেনের বিদেশসচিবের সঙ্গে একটি টেলিফোন কথোপকথনে বলেছেন, এই মুহূর্তে তালিবানের উপর চাপ সৃষ্টি করা সঠিক হবে না। ওরা নতুন সরকার গঠন করতে চাইছে। বিশ্বের অন্য দেশগুলির উচিত এই স্বাধীনতাকে সম্মান জানানো। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা চিন-তালিবান এই প্রকাশ্য সখ্যতা কে বেশ সতর্ক ভাবেই নজর রাখছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File