ভারতকে অন্ধকারে রেখে আমেরিকা দোহায় তালিবানের সঙ্গে চুক্তি,এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Saturday, October 2 2021, 3:19 pm
highlightKey Highlights

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত একটি বক্তৃতা মঞ্চে ভিডিয়ো মাধ্যমে যোগ দেন। এই বক্তৃতা মঞ্চে বিদেশমন্ত্রী দাবি করেছেন গত বছর দোহায় আমেরিকা তালিবানের সঙ্গে চুক্তি করেছিল ভারতকে অন্ধকারে রেখেই। তবে কাবুল প্রশ্নে তারা এখন নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। এই প্রেক্ষাপটেই তিনি আরও মন্তব্য করেন, “আমাদের প্রত্যেকেরই উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তালিবান দোহাতে ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা আমরা জানি না। আমেরিকাই সবচেয়ে ভাল জানে। সেই চুক্তির অনেক বিষয়েই আমাদের জানানো হয়নি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File