Jannik Sinner | ডোপিং কাণ্ডে ৩ মাসের জন্য নির্বাসিত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার
Saturday, February 15 2025, 5:22 pm
![highlight](/img/target.png)
জানুয়ারিতেই অস্ট্রেলীয় ওপেন জিতেছেন ইয়ানিক সিনার। আর তারপরই বড় ধাক্কা। ডোপিং কাণ্ডে ৩ মাসের জন্য নির্বাসিত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার খেতাব আদায় করেছিলেন ইয়ানিক সিনার। তারপরেই অনর্থ ঘটলো। ডোপিং কাণ্ডে তাঁর বিরুদ্ধে নির্বাসনের সাজা শোনাল বিশ্ব ডোপিং বিরোধী এজেন্সি। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে, ৩ মাস নির্বাসনের সাজা মেনে নিয়েছেন সিনার। প্রসঙ্গত, গতবছর মার্চে ডোপিং টেস্টে তাঁর টেস্টস্টেরনে নিষিদ্ধ ড্রাগস্ পাওয়া যায়। যদিও তাঁর দাবি ছিল, এই ওষুধ তিনি ইচ্ছাকৃত ভাবে সেবন করেননি। বরং ফিজিওথেরাপিস্ট ভুল করে তাঁকে এই ওষুধ দিয়েছিল।
- Related topics -
- খেলাধুলা
- টেনিস
- খেলোয়াড়
- অন্য খেলা
- অস্ট্রেলিয়ান ওপেন