খেলাধুলা

Magnus Carlsen | কলকাতায় আসছেন বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন

Magnus Carlsen | কলকাতায় আসছেন  বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার  ম্যাগনাস কার্লসেন
Key Highlights

১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল চেস টুর্নামেন্টে। সেখানেই অংশগ্রহণ করবেন বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার।

কলকাতায় আসছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন(Magnus Carlsen)। ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল চেস টুর্নামেন্টে। সেখানেই অংশগ্রহণ করবেন বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার। কার্লসেন ছাড়াও ভারতের প্রজ্ঞানন্দ, অর্জুন এরাইগাইসি, বিদিত গুজরাঠিও অংশগ্রহণ করবেন। অন্যান্য বারের মতো এবারও ‘ওপেন’ ও মহিলাদের দুটি ক্যাটাগরি থাকছে টাটা স্টিল চেস টুর্নামেন্টে। মহিলাদের প্রতিযোগিতায় ভারত থেকে থাকছেন কোনেরু হাম্পি, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল ও হারিকা দ্রোণাভল্লি।