World Music Day 2023 | আজ 'বিশ্ব সংগীত দিবস'! জানুন চলতি সপ্তাহে শহরের কোথায় কোন শিল্পীর অনুষ্ঠান রয়েছে!

Wednesday, June 21 2023, 2:20 pm
highlightKey Highlights

২১ সে জুন বিশ্বব্যাপী পালন করা হয় 'বিশ্ব সংগীত দিবস'। এই দিবস উপলক্ষে শহর জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করেন খ্যাতনামা সংগীত শিল্পীরা।


'গান ভালোবেসে গান', আজ এই কথাটা বারবার বলার দিন, কারণ আজ 'বিশ্ব সংগীত দিবস' (World Music Day)। গান, সংগীত, সুর আমাদের জীবনে এক অদ্ভুত ভূমিকা পালন করে। মনের ভাব প্রকাশ করতে হোক কিংবা আমাদের আবেগকে আরও ফুটিয়ে তোলার জন্যই হোক না কেন, সব ক্ষেত্রেই গানের  ভূমিকা অতুলনীয়। গান বা সুর সম্পর্কে যত বলা হয় তত যেন কম। নেশা থেকে পেশা, একাকিত্বের সঙ্গী থেকে সবার সঙ্গে মিলে মজা ভাগ করে নেওয়া সব ক্ষেত্রেই রয়েছে গান। তাই সংগীত ও সুরকে সম্মান জানাতে ও বর্তমানে গান ও গানের জগতের মানুষের গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছর ২১ সে  জুন পালন করা হয় 'বিশ্ব সংগীত দিবস'।

২১ সে  জুন পালন করা হয় 'বিশ্ব সংগীত দিবস'
২১ সে জুন পালন করা হয় 'বিশ্ব সংগীত দিবস'

বিশ্ব সংগীত দিবসের ইতিহাস । History of World Music Day :

বিশ্ব সঙ্গীত দিবস, 'ফেটে দে লা মিউজিক' (Fête de la Musique) নামেও পরিচিত। যার অর্থ বিশ্বজুড়ে সঙ্গীতের দিন। ১৯৮১ সালে ফরাসি সংস্কৃতি মন্ত্রী (French Minister of Culture) ও সুরকার জ্যাক ল্যাং (Jacques Lange) এবং রেডিও প্রযোজক মরিস ফ্লুরেট (Maurice Fleuret) যিনি একজন সঙ্গীত সাংবাদিক হিসাবেও পরিচিত ছিলেন, দুজনে মিলে এই দিবস পালনের কল্পনা করেন। এরপর ১৯৮২ সাল থেকে ২১সে জুন বিশ্বব্যাপী পালন করা হয় 'বিশ্ব সংগীত দিবস'। পূর্বে সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীতপ্রেমীরা এই দিবস পালনের জন্য জমায়েত হতেন রাস্তায়, পার্ক এবং বিভিন্ন পাবলিক স্পেসে। বর্তমানে এই সংগীত দিবস পালনের জন্য গোটা সপ্তাহ জুড়েই বিশ্বের নানান জায়গায় আয়োজন করা হয় ভিন্ন ভিন্ন কনসার্ট (Music Concert) বা সংগীত মেলার (Music Fair)।

১৯৮১ সালে জ্যাক ল্যাং এবং মরিস ফ্লুরেট এই দিবস পালনের কল্পনা করেন
১৯৮১ সালে জ্যাক ল্যাং এবং মরিস ফ্লুরেট এই দিবস পালনের কল্পনা করেন

বিশ্ব সংগীত দিবসের তাৎপর্য  । Significance of World Music Day :

বিশ্ব সংগীত দিবস, বিশ্বব্যাপী সকল ভাষা ও ধারার গানকে প্রচার করে। এই দিবস ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক মানচিত্র সব কিছু উপেক্ষা ও অতিক্রম করে সংগীত প্রচার ও সংগীতকে সম্মান জানায়। বিশ্ব সঙ্গীত দিবস সারা বিশ্বের বিভিন্ন সঙ্গীত ঐতিহ্য, শৈলী এবং যন্ত্রগুলির অন্বেষণ এবং প্রশংসাকে উৎসাহিত করে। এটি বিশ্বব্যাপী সঙ্গীত ঐতিহ্যের সমৃদ্ধি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া, সম্মান এবং সহনশীলতাকে উন্নীত করে।

সংগীত দিবস পালনের জন্য সংগীত শিল্পী ও প্রেমীরা জমায়েত হতেন রাস্তায়, পার্ক এবং বিভিন্ন পাবলিক স্পেসে  
সংগীত দিবস পালনের জন্য সংগীত শিল্পী ও প্রেমীরা জমায়েত হতেন রাস্তায়, পার্ক এবং বিভিন্ন পাবলিক স্পেসে  

কেবল সংগীত নয়, সংগীত শিল্পীদের সম্মান, শ্রদ্ধা এবং তাদের উৎসাহিত করার জন্যও পালন করা হয় বিশ্ব সংগীত দিবস। এই দিবস প্লান করার জন্য বিভিন্ন সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য সুযোগ করে দেওয়া হয় নতুন সংগীত শিল্পীদের। বিশ্ব সংগীত দিবস পালনের জন্য একত্রিত হন অসংখ্য সংগীত প্রেমী, শ্রোতারা। জাতি, ধর্ম, সম্প্রদায়, সংস্কৃতি সব কিছু অতিক্রম করে একাধিক মানুষকে এক জায়গায় আনে এই সংগীত অনুষ্ঠানগুলি। যার ফলে আমাদের সোনাকে এক ইতিবাচক প্রভাব ফেলে গান।

 সব কিছু অতিক্রম করে একাধিক মানুষকে এক জায়গায় আনে সংগীত অনুষ্ঠানগুলি
 সব কিছু অতিক্রম করে একাধিক মানুষকে এক জায়গায় আনে সংগীত অনুষ্ঠানগুলি

বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনে কলকাতায় সঙ্গীত অনুষ্ঠান । Music program in Kolkata to Celebrate World Music Day :

চলতি মাস অর্থাৎ জুন মাস অত্যন্ত প্রিয় মাস সংগীত শিল্পী ও সংগীত প্রেমীদের। কারণ বিশ্ব সংগীত দিবস উদযাপনের জন্য বিশ্বব্যাপী গোটা সপ্তাহ জুড়ে এমনকি গোটা মাস জুড়ে বিভিন্ন জায়গায় একাধিক সংগীত অনুষ্ঠানের আয়োজন করেন সংগীত শিল্পীরা। অনেক সময় সরকারের পক্ষ থেকেও সংগীত অনুষ্ঠান বা মেলার আইপ্যন করা হয়, যেখানে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ করে দেওয়া হয় নতুন শিল্পীদের। এছাড়াও বিশ্বখ্যাত সংগীত শিল্পীরাও নানান জায়গায় সঙ্গীতানুষ্ঠের আয়োজন করে থাকেন। ফলে দেখে নিন কলকাতায় কোথায় কোন সংগীত শিল্পীর অনুষ্ঠান রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে (Music Shows in Kolkata in Next Week )।

বিশ্ব সংগীত দিবস উদযাপনের জন্য নানান জায়গায় সঙ্গীতানুষ্ঠের আয়োজন করেন সংগীত শিল্পীরা
বিশ্ব সংগীত দিবস উদযাপনের জন্য নানান জায়গায় সঙ্গীতানুষ্ঠের আয়োজন করেন সংগীত শিল্পীরা

১. বিশ্ব সঙ্গীত দিবসের কনসার্ট- রবীন্দ্রনাথ আমাদের পথ- বিশ্ব সঙ্গীত সপ্তাহ ২০২৩ । World Music Day Concert - Tagore Our Way - World Music Week 2023 :

সৌরেন্দ্র- সৌম্যজিতের (Sourendra-Soumyajit) ১৩তম সংস্করণে বিশ্ব সঙ্গীত দিবস পালন করার জন্য সংগীত অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের গান দ্বারা উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে কেবল সংগীতই নয় থাকবে কবিতা পাঠও। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,   শর্মিলা ঠাকুর (Sharmila Tagore),পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty), পাপন (Papon), রেখা ভরদ্বাজ (Rekha Bharadwaj), শ্রাবণী সেন (Shrabani Sen), মোহিত চৌহান (Mohit Chauhan), রূপম ইসলাম (Rupam Islam), ইমন চক্রবর্তী (Imon Chakraborty), পার্বতী বাউল (Parvati Baul), শায়ন চৌধুরী অর্ণব (Shayan Chowdhury Arnab ), শ্বেতা মোহন (Shweta Mohan) এবং অবশ্যই সৌরেন্দ্র-সৌম্যজিৎ।

২১সে জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সংগীত দিবস উদযাপনের জন্য উপস্থিত থাকবেন একাধিক সংগীত শিল্পী
২১সে জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সংগীত দিবস উদযাপনের জন্য উপস্থিত থাকবেন একাধিক সংগীত শিল্পী

ঠিকানা ও সময় : ২১সে জুন, বুধবার সন্ধ্যা ৬.৩০টায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Bangla Convention Center) আয়োজিত হবে এই সংগীত অনুষ্ঠান।

টিকিটের মূল্য : মাথা পিছু ৪৯৯ টাকা

২. অনুপম রায় ব্যান্ড লাইভ - পিপিটি কলকাতা - বিশ্ব সঙ্গীত সপ্তাহ ২০২৩ । Anupam Roy Band Live - PPT Kolkata - World Music Week 2023 :

টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) বর্তমানে ভারতের বাংলা এবং হিন্দি এমনকি ইংরেজি ভাষায় একাধিক চমৎকার, মন ছোঁয়া গান গেয়ে এবং সুর ও গান রচনা করে প্রথম সারির সংগীত শিল্পীদের মধ্যে স্থান করে নিয়েছেন অনুপম রয় (Anupam Roy)। বিশ্ব সংগীত দিবস পালনের জন্য এই বিখ্যাত ও সবার পছন্দের অনুপম তাঁর গান শোনাতে আসছেন কলকাতায়। চলতি সপ্তাহেই সল্টলেকে আয়োজিত হয়েছে অনুপম রয়ের সংগীত অনুষ্ঠানের।

 ২৩সে জুন সল্টলেকে অনুষ্ঠান করবেন অনুপম রয় 
 ২৩সে জুন সল্টলেকে অনুষ্ঠান করবেন অনুপম রয় 

ঠিকানা ও সময় : ২৩সে জুন ই২/ ৩ ইপি জিপি ব্লক, সেক্টর ফাইভ, স্টেসালিট টাওয়ারস, ৯তম তলায়,  আরডিবি সিনেমার কাছে, জিপি ব্লক, সেক্টর ভি, বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৯১ (E2/ 3 EP GP Block, Sector Five, Stesalit Towers, 9th Floor, Near RDB Cinema, GP Block, Sector V, Bidhannagar, Kolkata, West Bengal 700091) এই ঠিকানায় হবে অনুপম রয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৬টা থেকে।

টিকিটের দাম :  মাথা পিছু ৯৯৯ টাকা

সল্টলেকে আয়োজিত হয়েছে অনুপম রয়ের সংগীত অনুষ্ঠান
সল্টলেকে আয়োজিত হয়েছে অনুপম রয়ের সংগীত অনুষ্ঠান

৩. যদি বন্ধু হয়ো - ফসিলস ও ইমন লাইভ - বিশ্ব সঙ্গীত সপ্তাহ ২০২৩ । Jodi Bondhu Hao - Fossils & Emon Live - World Music Week 2023 :

জেবিএইচ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের (JBH Social Welfare Organization) সি/ও-ফুটপাত (c/o-Footpath) দ্বারা  রাস্তার শিশু শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব সংগীত সপ্তাহে আয়োজন করা হয়েছে এই সংগীত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলা রক ব্যান্ড (Bangla Rock Band) ফসিলস এবং সবচেয়ে জনপ্রিয় ভার্সেটাইল গায়ক ইমান চক্রবর্তী।

 ২৫সে জুন একসঙ্গে অনুষ্ঠান করবেন ইমন চক্ৰবর্তী ও বাংলা ব্যান্ড ফসিলস
 ২৫সে জুন একসঙ্গে অনুষ্ঠান করবেন ইমন চক্ৰবর্তী ও বাংলা ব্যান্ড ফসিলস

ঠিকানা ও সময় : ঠাকরে আরডি, আলিপুর পুলিশ লাইন, আলিপুর, ধোনো ধন্নো অডিটোরিয়ামে (Thackeray Rd, Alipore Police Line, Alipore, Dhono Dhanno Auditorium) আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু হবে ২৫সে জুন বিকেল ৫টা থেকে।

টিকিটের মূল্য : মাথা পিছু ৪৯৯ টাকা

বিশ্ব সংগীত দিবসে সংগীত শিল্পীদের সম্মান ও উৎসাহ দিতে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের 
বিশ্ব সংগীত দিবসে সংগীত শিল্পীদের সম্মান ও উৎসাহ দিতে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের 

বলা হয়, গানের রুচি দিয়ে বোঝা যায় মানুষটি কেমন। রক, পপ, রবীন্দ্র সংগীত, গজল অসংখ্য রকমের গানের প্রকার রয়েছে। যা বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। পাশাপাশি বাড়ছে গানের গুরুত্বও। বহু পরীক্ষা দ্বারা প্রমান হয়েছে যে, গান, সুর কেবল মানসিক শান্তি দিতেই নয়, গান ভালো করে শরীরও। গানের সাহায্যে সুস্থ্যু করা যায় শরীর। বর্তমানে 'মিউজিক থেরাপি' (Music Therapy) অত্যন্ত বিখ্যাত ও প্রচলিত থেরাপি।

মিউজিক থেরাপি সুস্থ্য করে তোলে মন ও শরীর 
মিউজিক থেরাপি সুস্থ্য করে তোলে মন ও শরীর 

মিউজিক থেরাপি দ্বারা স্ট্রেস (Stress) কমে,  মেজাজ উন্নত হয়। এটি একটি প্রমাণ-ভিত্তিক থেরাপি যা স্বাস্থ্য সম্প্রদায়ে সুপ্রতিষ্ঠিত। মানসিক সুস্থ্যতা ছাড়াও রক্তচাপ কমানো (Blood Pressure),  স্মৃতিশক্তি উন্নত করার মতো কাজ করে মিউজিক থেরাপি। বিশেষজ্ঞরা বলেন, সংগীত হলো মানবদেহের জন্য সৱ থেকে ভালো ওষুধ। কারণ গানের থেকে ভালো আর কোনও কিছুই মনে হয়না মন ভালো করতে পারে। আর মন ভালো তো শরীর ভালো। ফলে কেবল বিশ্ব সংগীত দিবসের দিনই নয়, রোজই গানে থাকুন, ভালো থাকুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File