Key Highlights
চলে গেলেন ১৯৮২ বিশ্বকাপ জয়ী ইতালীয় ফুটবল দলের অন্যতম সদস্য তথা প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা পাওলো রোসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি জুভেন্তাস থেকে শুরু করে কোমো, ভিসেঞ্জা, পেরুজিয়া, মিলান ও হেলাস ভেরোনায় খেলেছিলেন। কিন্তু, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক হিসেবেই, যা ইউরোপীয় সেরা ফুটবলারকে দেওয়া "বালন দ'র" পুরস্কারের সমান। ১৯৮৭ সালে তিনি অবসর গ্রহণ করেছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- সেলিব্রিটি
- পাওলো রোসি
- ফুটবলার