সুখবর! বিশ্বমানের এইমস হাসপাতাল এবার চালু হতে চলেছে কল্যাণীতে

Monday, January 11 2021, 8:41 am
সুখবর! বিশ্বমানের এইমস হাসপাতাল এবার চালু হতে চলেছে কল্যাণীতে
highlightKey Highlights

বিশ্বমানের চিকিৎসার জন্য রাজ্যবাসীকে কষ্ট করে আর দিল্লিতে যেতে হবে না। এই মাস থেকেই রাজ্যের কল্যাণীতে চালু হতে চলেছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) এর বহির্বিভাগ। কল্যাণী এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল-মে মাস নাগাদ পুরোপুরি চালু হবে আউটডোর এবং দূর্গা পুজোর আগে চালু হবে অন্তর্বিভাগীয় সমস্ত ব্যবস্থাপনা। আপাতত এ মাসেই হাসপাতালের বহির্বিভাগ ছোট করে হলেও চালু করা হবে। এই খবরে খুশি গোটা রাজ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File