কোভিড কালে ক্ষতিগ্রস্ত ৫৭২ মিলিয়ন শিশু, স্কুল খোলার পক্ষে সওয়াল: ইউনিসেফের বিশ্ব শিশু দিবসে রিপোর্ট !
Friday, November 20 2020, 10:46 am
Key Highlightsআজ ২০ শে নভেম্বর, বিশ্ব শিশু দিবস ২০২০। অন্যান্য বছর আজকের দিনটি গোটা পৃথিবীজুড়ে পালন করা হলেও এবছর করোনার কারণে পরিস্থিতি আলাদা, তাই সেলিব্রেশন খুব একটা নজরে আসেনি। ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেনস ফান্ড এদিন একই রিপোর্ট পেশ করেন, যার নাম "হারিয়ে যাওয়া কোভিড প্রজন্মকে রক্ষা"। তাঁদের রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে স্কুল বন্ধ থাকায় বিশ্বের ১৩৫টি দেশের ২৬৫ মিলিয়ন স্কুলের খাবার না পাওয়ায় ৪০ শতাংশ পুষ্টির পরিষেবাতে ঘাটতি দেখা দিয়েছে এবং এই কারণের জন্য গোটা বিশ্বে মোট ৫৭ কোটি ২০ লক্ষ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মতে স্কুল ভাইরাস সংক্রমণের মূল এলাকা নয়; তাই ফের স্কুল খোলার পক্ষে সওয়াল করেছে ইউনিসেফ।