লাইফস্টাইলবিশ্ব ব্লাড ডোনার ডে: রক্তদানের আগে ও পরে কি কি নিয়ম মেনে চলতে হয়, আসুন জানা যাক ...
আজ ১৪ই জুন, ব্লাড ডোনার ডে। 'রক্তদান জীবন দান '- কথাটির সাথে সকলেই পরিচিত। অন্তঃস্বত্ত্বা অবস্থায়, প্রত্যহ কোনো ওষুধ খেলে, ৬ মাসের মধ্যে শরীরে কোনো অস্ত্রোপচার হয়ে থাকলে এবং কোনওরকম ক্রনিক অসুখ থাকলে রক্তদান করা উচিত নয়। অন্যদিকে যারা রক্তদান করছেন, তাদের ক্ষেত্রে রক্তদানের পর ২৪ ঘন্টায় অন্তত ৪ গ্লাস জল পান করতে হবে, কোনো টিকা নেওয়া যাবেনা, ভারী কিছু তুলবেন না বা এক্সারসাইজ না করাই ভালো। রক্তদানের পর লাগিয়ে দেওয়া স্ট্রিপ ব্যান্ডেজ অন্তত কয়েক ঘণ্টা লাগিয়ে রাখতে হবে, তার পরে তা তুলে ভালোভাবে সাবানজল দিয়ে ধুতে হবে।