আন্তর্জাতিক'গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে আফগানিস্তান' এমনটাই জানালো প্রাক্তন বায়ু সেনা কর্তা আর কে দাস
অসংখ্য আফগানের বাসিন্দারা দেশ ছাড়তে মরিয়া। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোঁড়া হল । এর মাঝেই আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইকে গৃহবন্দি করল তালিবান। এই বিষয়ে প্রাক্তন বায়ু সেনা কর্তা আর কে দাস বললেন , "এই মুহূর্তে কাবুলের অবস্থা খুবই খারাপ । বিভিন্ন ক্ষমতার সংগ্রাম এবং সংঘর্ষ চলছে । তালিবানের সুপ্রিম কমান্ডার খুবই কট্টর। তাঁর গোষ্ঠিই এখন তালিবানদের নিয়ন্ত্রণ করছে । কেউ তাঁর বিরোধীতা করলেই তাঁকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে । এরপর আফগানিস্তানের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে এগোবে ।"