দার্জিলিং-সিকিম রেল টানেলে প্রবল বৃষ্টির জেরে নামে ধস, মৃত দুই শ্রমিক
Thursday, December 21 2023, 2:33 pm

সেবকে একটানা প্রবল বৃষ্টির জেরে নামলো ধস। জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই দার্জিলিয়ের ওই সেবক এলাকা থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই এলাকায় ব্যাপক বৃষ্টি হয় আর তার ফলেই ধসে পড়ে টানেলের মাটি। জানা গিয়েছে, মিল্লির কাছে ১০ নম্বর রেলটানেলেই এই দুর্ঘটনাটি ঘটে যেমুহূর্তে ধস নামে সেইসময় বহু শ্রমিক ওই জায়গায় কাজ করছিল। তাঁদের মধ্যেই মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আরও ৪ জন আহত হয়েছেন। আপাতত বন্ধ রাখা হয়েছে টানেলের কাজ।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।