শহর কলকাতা

Kolkata Metro | কলকাতার ঐতিহাসিক দিন, শুরু হলো খিদিরপুর-ভিক্টোরিয়া রুটে কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ!

Kolkata Metro | কলকাতার ঐতিহাসিক দিন, শুরু হলো খিদিরপুর-ভিক্টোরিয়া রুটে কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ!
Key Highlights

শুরু হয়ে গেলো খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ।

শুরু হয়ে গেলো খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ। আজ, খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় খনন কাজ। পার্ক স্ট্রিট পর্যন্ত এই কাজ ২০২৬ সালের শেষের মধ্যে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। দুটি টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা ব্যবহার করে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিটের দিকে খনন কার্য চালাবে। সেই সঙ্গেই প্রথাগত কাট অ্যান্ড কভার পদ্ধতিও থাকবে। প্রথম পর্যায়ে টিবিএম দুর্গা খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়বে।