Kolkata Metro | থমকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের কাজ! তিন দফায় আবেদন জানিয়েও মেট্রোকে অনুমতি দিচ্ছে না KP!

এই রুটের মেট্রোর কাজের জন্য রাস্তা কিছুটা বন্ধ রাখতে হবে। কিন্তু তিন দফায় আবেদন জানিয়েও অনুমতি মেলেনি।
থমকে যেতে বসেছে কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের কাজ। সূত্রে খবর, এই রুটের মেট্রোর কাজের জন্য রাস্তা কিছুটা বন্ধ রাখতে হবে। চিংড়িঘাটার কাছে গার্ডার উত্তোলন করতে হবে। কিন্তু তিন দফায় আবেদন জানিয়েও অনুমতি মেলেনি। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ কলকাতা পুরসভা ও ট্রাফিক বিভাগের সঙ্গে দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করার পরেও শেষ মুহূর্তে অনুমতি দিতে পিছিয়ে আসছে কলকাতা পুলিশ। মূলত বাইপাসের মতো শহরের ব্যস্ততম রাস্তা বন্ধ নিয়েই জট তৈরী হচ্ছে।