Rishikesh Karnaprayag | উত্তরাখণ্ডের চারধামে পৌঁছনো আরও সহজ হবে, দ্রুত গতিতে চলছে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ রেললাইন প্রকল্পের কাজ

Saturday, September 21 2024, 7:37 am
highlightKey Highlights

কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী যাওরা ক্ষেত্রে তীর্থযাত্রীদের সুবিধা হবে।


দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে যাবে ট্রেন। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ নয়া প্রকল্পের পরিকল্পনা রেলের। এই প্রজেক্টের কাজ শেষ হলে, উত্তরাখণ্ডের চারধামের তীর্থস্থানগুলিতে পৌঁছনো আরও সহজ হবে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী যাওরা ক্ষেত্রে তীর্থযাত্রীদের সুবিধা হবে। এই রেললাইন উত্তরাখণ্ডের পাঁচটি জেলায় রেল যোগাযোগ বাড়াবে। রেল মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, মোট ২১৩ কিলোমিটার টানেলের মধ্যে ১৭৬ কিলোমিটার ইতিমধ্যেই নির্মিত হয়েছে। এ ছাড়া এই প্রকল্পে ওই রেলপথে ১১টি স্টেশন নির্মাণ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File